বাগেরহাট শহরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপির সাবেক নেতা ও সাংবাদিক পরিচয়ধারী এএসএম হায়াত উদ্দিনকে (৪৩)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের উত্তর হাড়িখালী তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

সদর মডেল থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হায়াত উদ্দিন সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তিনি স্থানীয় ছাত্রদল ও যুবদলের সক্রিয় কর্মী ছিলেন এবং পাশাপাশি একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার পরিচয় দিতেন।

ওসি মাহমুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

হায়াত উদ্দিনের মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।