মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে যান বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু। তিনি নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন ও উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করেন।
সাজু বলেন, “আমরা শুধু রাজনীতিক নই, এই সমাজের মানুষ। এই কষ্ট আমাদেরও কাঁদায়।”
বিএনপির ওয়ার্ড নেতাকর্মীরা স্থানীয়ভাবে উদ্ধার কাজে সহায়তা করছেন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে অবিরাম চেষ্টা চালাচ্ছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
ফায়ার সার্ভিস জানায়, কেমিক্যাল গোডাউনে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। এদিকে ঘটনাস্থলে আতঙ্ক ও শোকের ছায়া বিরাজ করছে।