পিআর পদ্ধতির নামে দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগের প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান বলেন, “যারা মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা রেখেছিল, তারাই আজ নতুন কৌশলে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে।”
তিনি অভিযোগ করেন, তিনবারের প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডারের স্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বলেও জানান তিনি।
স্মরণসভায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।