সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় সরকারের কঠোর দমন-পীড়ন ‘ভুল’ সিদ্ধান্ত ছিল। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আন্দোলন দমন কার্যক্রমে কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও তার ফলাফল অমানবিক ও রাজনৈতিকভাবে ক্ষতিকর ছিল।

জয় উল্লেখ করেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ১৪০০ হলেও অন্তর্বর্তী সরকারের হিসাব ৮০০। তিনি বলেন, “দেশ যদি অস্থিতিশীল থাকে, তাহলে ইসলামপন্থী গোষ্ঠী সুবিধা পাবে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”

তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সময় আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা করছে। “যদি কোনো দলকে বাদ দেওয়া হয়, তাহলে নির্বাচন প্রহসনের পর্যায়ে পৌঁছাবে। নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে হবে,” জয় বলেন।

৯৯

জয় আরও অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রায় ৫০০ কর্মী নিহত হয়েছেন, যার মধ্যে ৩১ জন জেল হেফাজতে মারা গেছেন। দলীয় কর্মীদের দীর্ঘদিন কারাগারে রাখা হচ্ছে, জামিনও দেওয়া হচ্ছে না। ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ও সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

জয়ের মতে, যদি যথাযথ সময় ও সুযোগ না দেওয়া হয়, তাহলে নির্বাচন জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে না।

ইএফ/