ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সোমবার (২২ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও প্রশাসনের ব্যর্থতায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।”

তাদের অভিযোগ অনুযায়ী অনিয়মের সংখ্যা অন্তত ১১টি। এর মধ্যে রয়েছে— ভোটার তালিকায় আগাম স্বাক্ষর, অস্বচ্ছ ব্যালট ব্যবস্থাপনা, ব্যালট ছাপাখানা গোপন রাখা, এজেন্ট বাদ দেওয়া, বহিরাগত প্রবেশে নিরাপত্তা ভাঙন, ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, এবং কলম দিয়ে ভোট প্রদানের কারণে বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়া।

তারা অভিযোগ করেন, এ ধরনের অনিয়ম না রুখলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আস্থা কমে যাবে।