বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “গণতন্ত্রের অভিযাত্রায় যদি সংকট সৃষ্টি হয়, তবে ‘কালো ঘোড়া’ প্রবেশের সম্ভাবনা আছে।” তিনি পিআর ভোট পদ্ধতির ব্যপারে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, “উন্নত গণতান্ত্রিক দেশেও পিআর প্রক্রিয়ার সীমাবদ্ধতা আছে। এখানে হঠাৎ পিআর চালু করলে জনগণ বিভ্রান্ত হবে।”

রিজভী মনে করেন, জাতীয় নির্বাচনের সময় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা উচিত। তিনি বলেন, “অক্টোবরের মাঝামাঝি গণভোট করলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা কঠিন হবে। ফলে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা সবচেয়ে গ্রহণযোগ্য এবং সংকট এড়িয়ে চলার উপায়।”

তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচিত সরকার থাকলে দেশের অর্থনীতি ও বিনিয়োগ স্থিতিশীল হবে। এখন নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগ শূন্যের কোঠায়। নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর না হলে সংকট আরও গভীর হবে।”