বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি ধর্ম ব্যবসায়ী দল পিআরসহ নানা অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে একইসঙ্গে তারা নির্বাচনী কর্মকাণ্ডও চালাচ্ছে, যা দেশের জনগণকে বিভ্রান্ত করছে।
শুক্রবার রাজধানীর খিলগাঁও ও শাহজাহানপুর এলাকায় গণসংযোগ ও উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন।
আব্বাস বলেন, “একটি দল সবসময় জনগণকে অন্ধকারে রাখতে চায়। তারা মুখে আওয়ামী লীগের বিরোধিতা করে, কিন্তু ভেতরে ভেতরে সমঝোতা করে। কিছুদিন আগেই তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছিল, আর এখন বলছে সব আওয়ামী লীগার খারাপ নয়—এটা আসলে ভুতের মুখে রাম রাম।”
তিনি আরও অভিযোগ করেন, দলটি প্রশাসন, স্কুল-কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, এমনকি মসজিদ-মাদ্রাসাও দখল করেছে। কিন্তু এ বিষয়ে কেউ প্রকাশ্যে কিছু লিখতে সাহস পান না।
এ সময় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন।