কুড়িগ্রামে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজালাল সরকার ও সদস্য নাজমুল হোসেন টাইগারকে দল থেকে বহিষ্কার করেছে কুড়িগ্রাম জেলা যুবদল। ভাড়াটে হিসেবে জমি দখল করতে যাওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এ তথ্য জানানো হয়। এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ওই দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। তাদের সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির বলেন, দলীয় নেতাকর্মীর মাধ্যমে যেসব অভিযোগ পেয়েছি প্রাথমিক তদন্তে তার প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটিও বিষয়টি জানে। এ ঘটনার দায় কখনও দল নেবে না। গত বছরের ৫ আগস্টের পর যুবদলের সব ইউনিটকে বলেছি, ফ্যাসিস্টরা যা করে গেছে, বিএনপি সেটি বিশ্বাস করে না। কারো জমি দখল করা আমাদের দায়িত্ব না। এর কোর্ট আছে, মামলা হবে, পুলিশ আছে। এটা তো আমাদের কাজ না। কোনো ছেলে চাঁদাবাজি বা কোনো বাজে কাজে গেলে এটা আমরা কোনোভাবে বরদাস্ত করব না।

উল্লেখ্য, যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী গ্রামের মধ্যপাড়া শাহিদার মোড় এলাকায় ৩০ বছর আগে আব্দুল কাদের নামের এক ব্যক্তি ৮ শতক জমি বিক্রি করেন আয়নাল হকের কাছে। পরে আয়নাল হক তার ছেলে চান মিয়ার কাছে বিক্রি করেন। কিন্তু ৮ শতক জমির বদলে ১৬ শতক জমি দখল করার জন্য যাদুররচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল সরকার ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১০-১২ জনকে ভাড়া করেন চান মিয়া।

গত সোমবার (২০ অক্টোবর) মোটরসাইকেলে শাহজালাল সরকার ও নাজমুল হোসেন টাইগারের নেতৃত্বে আরও ১০-১২ জনসহ গিয়ে চান মিয়ার পক্ষে আব্দুল কাদেরের জমিতে জোর করে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা গ্রামবাসীদের দলীয় ক্ষমতার প্রভাব দেখান। একপর্যায়ে গ্রামবাসী ক্ষিপ্ত হলে শাহাজালাল সরকার ও নাজমুল হোসেন টাইগারসহ অন্যরা পালিয়ে গেলেও বিক্ষুব্ধ গ্রামবাসী শাহজালালের মোটরসাইকেলটি আটক করে এবং টাইগারের বাবা আব্দুর সামাদকেও আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ইএফ