নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের সংসদীয় কাঠামোতে নিম্নকক্ষকে আসনভিত্তিক এবং উচ্চকক্ষকে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠন করা উচিত। তিনি বলেন, “দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। তবে আমরা মনে করি এ ব্যবস্থা চালু হওয়া প্রয়োজন। আশাবাদী যে নির্বাচনী তরী ভিড়বে এবং ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।”
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই দেশে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। সেটিই হবে সু-শাসনের ভিত্তি।”
অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, দি হাঙ্গার প্রজেক্টের কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার, গাংনী উপজেলা সুজন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সম্পাদক সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক প্রমুখ।