গণভোট ও জুলাই সনদ ইস্যুতে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আলোচনার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোনে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার এই প্রস্তাব দেন। বিএনপি জানিয়েছে, তারা এই প্রস্তাব দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের নিশ্চিত করেন যে, সম্প্রতি সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে যে আলোচনার প্রস্তাব জানানো হয়েছিল, তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়। বিএনপি মহাসচিব তাদের প্রস্তাবটি নিয়ে দলের ফোরামে আলোচনার পর সংলাপে বসার বিষয়ে জানাবেন।

অন্যান্য দলের সাড়া: জুবায়ের আরও জানান, জামায়াতের পক্ষ থেকে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি), এবি পার্টি সহ আরও বেশ কিছু দলকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে এবং কয়েকটি দল এরই মধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে।

গণভোট নিয়ে মতপার্থক্য: উল্লেখ্য, গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াত বর্তমানে দুই মেরুতে অবস্থান নিয়েছে। বিএনপি: চায় জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হোক। জামায়াত: চায় জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হোক।

এই আলোচনার প্রস্তাবটি চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে দুই প্রধান দল তাদের মতপার্থক্য দূর করার সুযোগ পাবে।

ইএফ/