বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখলের চেষ্টা হলে আমরা কোনোভাবেই চুপ করে বসে থাকব না। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে।”

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, “বিসিবিতে রাজনীতি প্রবেশ করানোর চেষ্টা চলছে। ডিসির ওপর চাপ সৃষ্টি করে কাউন্সিলর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চাই, খ্যাতনামা ক্রীড়া সংগঠকদেরই কাউন্সিলর করা হোক।”

তিনি আরও বলেন, “এখানে দলাদলি চাই না। রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের চেষ্টা হলে আমরাও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলব।”