রাজনৈতিক দল হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাদের নিবন্ধন পুনরায় লাভ করেছে। রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জাগপা প্রথম নিবন্ধন পায় ২০০৮ সালের ২০ নভেম্বর। প্রায় এক দশক পর, ২০২১ সালের ২৮ জানুয়ারি ইসি দলটির নিবন্ধন বাতিল করে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ১৯ মার্চ হাইকোর্ট বিভাগ এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। সেই রায়ের ভিত্তিতেই ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।
জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। আমরা ধৈর্যের সঙ্গে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের জয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।”
তিনি আরও বলেন, “আমি শ্রদ্ধা জানাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। বন্ধুপ্রতিম সকল রাজনৈতিক দল এবং যারা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “নিবন্ধন বাতিলের পেছনে ইসির কাগজে কলমের যে কারণ দেখানো হয়েছিল, মূল কারণ ছিল জাগপার ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থান। তাই ভারতের পরিকল্পনা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনায় আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। দেশি-বিদেশি ষড়যন্ত্রের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ।”
জাগপার নিবন্ধন পুনর্বহাল এমন এক সময়ে এলো, যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা ঘনিয়ে এসেছে এবং নির্বাচন কমিশন নতুন দলগুলোর নিবন্ধন, প্রতীক ও অংশগ্রহণ বিষয়ক প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাইকোর্টের এই রায় বাংলাদেশের রাজনৈতিক বহুমাত্রিকতা ও সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
জাগপার নিবন্ধন ফিরে পাওয়া শুধু একটি দলের প্রশাসনিক স্বীকৃতি নয়, বরং নতুন রাজনৈতিক বাস্তবতায় সাংবিধানিক স্বাধীনতা ও গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক বলেই অনেকেই দেখছেন। আগামি নির্বাচনে দলটি সক্রিয়ভাবে অংশ নেবে কিনা সেটি এখন রাজনৈতিক মহলের নজরকাড়া আলোচনার বিষয়।
ইএফ/