জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশি রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আগে রাজনীতি ছিল মূলত বিএনপি-আওয়ামী লীগ দ্বিদলীয় বলয়ে আবদ্ধ। আওয়ামী লীগের পতন হতে না হতে সেই বলয় ভেঙে বিএনপি-জামায়াত দ্বিদলীয় বলয় তৈরির চেষ্টা চলছে।
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে মঞ্জু আরও বলেন, দ্বিদলীয় রাজনীতির বলয় ভেঙে নতুন বহুমাত্রিক রাজনৈতিক শক্তি বা জোটের আত্মপ্রকাশ না হলে ফ্যাসিবাদের বিলোপ সম্ভব নয়। দেশের রাজনৈতিক অঙ্গনে বৈচিত্র্যমূলক জোট ছাড়া সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন।
জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন।
মঞ্জু সভায় বলেন, ইতিহাসে যেমন নবাব সিরাজদ্দৌলার জন্ম হয়েছে, তেমনই মীর জাফরেরও। ইয়াহিয়ার মতো স্বৈরশাসক উৎখাতের পর জনপ্রিয় নেতা শেখ মুজিবের মধ্যে ইয়াহিয়ার চরিত্রের পুনরুত্থান ঘটেছে। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলো আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য দ্বিধাহীনভাবে প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা নিয়ে দায়বোধ তাদের নেই। ফলে তারা ক্ষমতায় আসার পর ফ্যাসিবাদ কায়েম করে।
তিনি আরও বলেন, বিএনপি আত্মপর্যালোচনা করে প্রাগম্যাটিক হলে, অযথা বিতর্কে সময় নষ্ট না করে যৌক্তিক সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করলে সব দলকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ হতে পারে। এতে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সহজ হবে এবং দেশ নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে।
মঞ্জুর মন্তব্য অনুযায়ী, দ্বিদলীয় রাজনীতির বাইরে যেতে না পারলে দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক পুনর্গঠন সম্ভব নয়। তিনি সব রাজনৈতিক দলকে যুগোপযোগী জোট ও সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।