রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহতের ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা, ঢাকা–১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) ও ঢাকা–১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন।

জামায়াত আমির প্রত্যেক নিহত পরিবারের জন্য এক লাখ টাকা করে অনুদান ঘোষণা করেন। একইসঙ্গে দলের সকল নেতাকর্মীকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার নির্দেশ দেন।

তিনি বলেন, “এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব ও ধর্মীয় কর্তব্য।”
ডা. শফিকুর রহমান সরকার, সামাজিক সংগঠন ও বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে এক বিবৃতিতে তিনি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।