বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, সরকারে আসলেই কোনো এমপি-মন্ত্রী বিদেশে চিকিৎসা নেবেন না। জনগণের করের টাকায় দেশের স্বাস্থ্যব্যবস্থা উন্নত করে দেশের ভেতরেই সেবার মান বাড়ানো হবে এই প্রতিশ্রুতি তিনি মতিঝিল উত্তর থানার আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে দেন।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত রাজনৈতিক রাজনীতি ছাড়াও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন অনুকূল ভূমিকা রেখেছে বন্যা, দুর্যোগ ও গরিবদের জন্য দীর্ঘস্থায়ী সহায়তা এই দলে স্বভাবসিদ্ধ। তিনি দলটির চার দফার মধ্যে সমাজসেবা ও সমাজ সংস্কারকে বিশেষ গুরুত্ব দেয়া হয় বলে জানান এবং দেশি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নই তাদের লক্ষ্য। জামায়াতের নীতিমালার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘‘আমরা ক্ষমতার জন্য নয়; মানবতার জন্য রাজনীতি করি।’’
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী সেবা নেন ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে দেয়া হয়। স্থানীয় পর্যায়ে যুবকদের কর্মশালা, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির কর্মসূচি, নদীভাঙন 피해 পুনর্বাসন এসবই জামায়াতের অঙ্গীকারের অংশ হিসেবে তুলে ধরা হয়।
ড. হেলাল জোর দিয়ে বলেন, ‘‘স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন দলের দুর্নীতি ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ মৌলিক সেবায় বঞ্চিত আমরা সেটা চাই না।’’ তিনি স্থানীয় জনগণকে নতুন বাংলাদেশ গঠনে জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান।
ইএফ/