গণভোটের পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার দলের কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত এক জরুরি বৈঠকে যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, “২৪ জুলাই ছাত্র-জনতার আত্মত্যাগে যে জাতীয় সনদ গৃহীত হয়েছে, তার আইনি ও রাজনৈতিক স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে,
১️. ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,
২️. উভয় কক্ষে পিআর পদ্ধতি সংযোজন,
৩️. সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা,
৪️. ফ্যাসিস্ট সরকারের দমন-নিপীড়নের বিচার, এবং
৫️. ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধকরণ।
আতাউর রহমান জানান, এসব দাবিতে ১৪ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে এবং ১৫ অক্টোবর জেলা পর্যায়ে মানববন্ধন হবে। সভায় দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।