পতিত আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফেরার সব পথ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের সময়েও নয়া দিগন্ত সাহসের সঙ্গে কলম ধরেছে, গণতন্ত্রের আলো টিমটিম করে হলেও জ্বালিয়ে রেখেছে।” সালাহউদ্দিন বলেন, নির্বাসন ও নির্যাতন সত্ত্বেও কখনো সংগ্রামের পথ থেকে সরে আসিনি।
তিনি অতীতের সংগ্রামের স্মৃতি তুলে ধরে বলেন, “আমাদের ছাত্রদের রক্তঝরা ইতিহাসই আগামী বাংলাদেশের ভিত্তি হবে।”
বিএনপি নেতা আরও বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে মতাদর্শের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে জাতি ক্ষমা করবে না।

ইএফ/