গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছেনা—এমন ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমরা স্বাধীন রাজনৈতিক শক্তি হিসেবেই নির্বাচনে অংশ নেব।”

নুর লেখেন, “গত এক বছরে অন্তত শতবার জানিয়েছি—আমাদের কারও সঙ্গে কোনো সমঝোতা হয়নি। এখন নির্বাচনের সময় ঘনিয়ে আসায় বিভিন্ন দল আমাদের সঙ্গে আলোচনায় আছে, তবে সেটি রাজনৈতিক সৌজন্য, জোট নয়।”

তিনি জানান, গণঅধিকার পরিষদ ৩০০ আসনেই প্রার্থী দিতে কাজ করছে। ইতোমধ্যে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, বাকিগুলোও শিগগির প্রকাশ করা হবে।

পোস্টে নুর সাংবাদিকদের উদ্দেশে বলেন, “দলের দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য যাচাই না করে অনুমাননির্ভর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন।”

তিনি দলের দুই দায়িত্বপ্রাপ্ত নেতার যোগাযোগ নম্বর প্রকাশ করে জানান, যে কেউ তথ্যের প্রয়োজনে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারবেন।

দলীয় সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদ এখন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে।