রাষ্ট্রসংস্কার বাস্তবায়নে ব্যর্থতা এবং সংস্কার প্রস্তাবগুলোতে সীমিত অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, “জুলাইয়ের প্রত্যাশা পূরণে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিই একমাত্র কার্যকর পথ।”

তিনি জানান, সংস্কার সংক্রান্ত যেসব প্রস্তাব গৃহীত হয়েছে, সেগুলোর অনেকগুলোরই আইনি ভিত্তি নিশ্চিত হয়নি। আবার মৌলিক সংস্কারগুলোকে নোট অব ডিসেন্ট দিয়ে বাতিলযোগ্য করা হয়েছে।

ইউনুস আহমাদ আরও বলেন, ইসলামী আন্দোলন শেষ দিন পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। এ লক্ষ্যে আগামী ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে।

বৈঠকে আবরার ফাহাদের শাহাদাৎবার্ষিকি উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয় এবং রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধের আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, অধ্যাপক নাছির উদ্দিন খানসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা।