বাংলাদেশ লেবার পার্টি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ১০০ আসনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রাথমিক তালিকা ঘোষণা করবে। দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন, লেবার পার্টি জন্মলগ্ন থেকে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে লড়াই করছে।
শুক্রবার (৩ অক্টোবর) নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভার পর তিনি বলেন, নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে সংসদে পাঠাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডা. ইরান আরও জানিয়েছেন, লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তিতে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। দল আনারস মার্কা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত “খাই খাই” রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে গণজাগরণ তৈরিতে কাজ করবে। ২০০৭ থেকে ২০২২ পর্যন্ত লেবার পার্টি বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল; এরপর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কাজ করেছে। বর্তমানে কোনো জোটে না থাকলেও সমমনা শক্তির সঙ্গে যোগাযোগ বজায় রয়েছে।
২৪ অক্টোবর ঢাকায় লেবার পার্টির বিশেষ কাউন্সিলে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা হবে। প্রয়োজন পড়লে কোনো জোট বা সমন্বয় বিষয়েও পরে সিদ্ধান্ত নেবে নির্বাহী কমিটি।
জরুরি সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মনির হোসেন খান প্রমুখ।