বাংলাদেশে অবস্থানরত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
বুধবার (১৫ অক্টোবর) সকালে ঢাকায় নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে আয়োজিত এক প্রাতঃরাশ সভায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল।
এনসিপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।
বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন এবং ‘সংস্কার ও জুলাই সনদ’–সংক্রান্ত অগ্রগতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতরা জানতে চান এনসিপির নির্বাচনী প্রস্তুতি ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের সম্ভাবনার বিষয়ে।
উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে কূটনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
এনসিপি নেতারা জানান, তারা একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় এবং সেই লক্ষ্যেই তারা নিজেদের রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণ করছে।