শুক্রবার বিকেলে মিরপুরের সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “সনদ স্বাক্ষরের দিনও যদি আহত জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়, সেটি জাতির জন্য লজ্জার।”
তিনি বলেন, “আমরা বারবার দাবি করেছি আহত ও পঙ্গু যোদ্ধাদের সংবিধানে স্বীকৃতি দিন। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুক।”
ডা. শফিকুর আরও বলেন, “ফ্যাসিবাদের সময় মানুষ স্বাধীনতা হারিয়েছিল, আজ দুর্নীতি ও অবিচারে সমাজ ব্যথিত। এই অবস্থার পরিবর্তন দরকার।”
তিনি দেশের সব শ্রমিককে শান্তি ও ন্যায়ের সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।