নভেম্বর মাসেই গণভোট আয়োজন ও জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “বর্তমান ভোটপদ্ধতিতে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি। দিনভর ভোটের নামে রাতের ভোট চলে। তাই বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিআর পদ্ধতির প্রস্তুতি নিতে হবে।” তিনি আরও বলেন, গণভোট ও সংসদ নির্বাচন আলাদা দিনে করতে হবে, যাতে দুটি প্রক্রিয়া যথাযথ গুরুত্ব পায়।
ইসি সূত্রে জানা গেছে, কমিশন এখনো গণভোট নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে এনআইডি ও জন্মসনদ দুটোই গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছে ইসি।