চাঁদপুরে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী জেলা রুকন সম্মেলনে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, “রাজনৈতিক দল ও প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এখন এর আইনি ভিত্তি দিতে হবে। আইনি স্বীকৃতি ছাড়া এই সনদের কোনো মূল্য নেই।”
শনিবার বিকেলে আল-আমিন একাডেমি মাঠে তিনি বলেন, “নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। গণভোটই এই সনদকে সংবিধানের চেয়েও শক্ত ভিত্তি দেবে।”
তিনি বলেন, “আমরা ‘পিআর পদ্ধতি’র মাধ্যমে এমন একটি নির্বাচনী ব্যবস্থা গড়তে চাই, যেখানে প্রকৃত বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং কর্তৃত্ববাদী রাজনীতির অবসান ঘটবে।”
এ টি এম মাসুমের দাবি, “এই পদ্ধতিতে শিক্ষিত ও যোগ্য ব্যক্তিরা নেতৃত্বে আসবেন, ছোট দলগুলোর মতামতও প্রতিফলিত হবে। যারা জনগণের ভোট লুট করেছে, তারাই এখন এই পদ্ধতির বিরোধিতা করছে।”
সম্মেলনে জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে দলীয় নেতারা আত্মসমালোচনা, সাংগঠনিক প্রতিবেদন ও দোয়া মাহফিলে অংশ নেন।
জামায়াত নেতা
“জুলাই সনদে আইনি ভিত্তি না হলে মূল্য শূন্য”: এ টি এম মাসুম
স্থান
চাঁদপুর
