জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি যদি সংস্কারের পথ অনুসরণ না করে, তবে দলটি নিশ্চিহ্নের দিকে এগোবে। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই?

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

নাসীরুদ্দীন বলেন, দেশ রিফর্ম ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে ও নির্বাচন পিছিয়ে গেলে দুটি দল দায়ী থাকবে। সরকার যদি কোনো বিশেষ দলের পক্ষ নেয়, তাহলে এনসিপি শহীদ পরিবারদের নিয়ে রাজপথে নামবে। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, এক ফ্যাসিস্ট বাদ দিয়ে আরেক ফ্যাসিস্ট আনার কোনো মানে নেই। সংস্কারের পথে না হাঁটলে বিএনপি নিশ্চিহ্নের দিকে যাবে। একাত্তরের কার্ড, শহীদ পরিবারের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে তা মেনে নেওয়া হবে না।

এনসিপি নেতা আরও বলেন, মুজিবের আশপাশে থাকা কম্বল চোরেরা দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে গিয়েছিল। ঠিক তেমনই, এখন কিছু মানুষ ‘তারেক ভাই’ বলে বিএনপিকে ফ্যাসিস্ট করে তুলছে। তবে নতুন প্রজন্ম জানে, আপনাদের শোধরাতেও সক্ষম।

তিনি বিএনপির নির্বাচনী কার্যক্রমকেও সমালোচনা করে বলেন, আগে নৌকা প্রতীক নিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের ওপর নির্ভর করত দল, এখন ধানের শীষের কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর বেরিয়েছে। তবে এনসিপির কাছে ভোটের চেয়ে জনগণই বড়, জয় হয় ব্যালটে নয়, প্রয়োজনে বুলেটে।

নাসীরুদ্দীন শ্রমিকদের অধিকার ও সামাজিক সুরক্ষার দিকে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, লাল পতাকাবাহী দলগুলো কয়েকটি আসনের জন্য নিজেদের দীর্ঘমেয়াদি অর্জন বিক্রি করবেন না। নারীদের আন্দোলনে অবদান থাকা সত্ত্বেও সংস্কারে তাদের কথা উপেক্ষিত রয়েছে।

এছাড়া তিনি ন্যায্যতার ভিত্তিতে স্বনির্ভর পররাষ্ট্রনীতির দাবি জানিয়েছেন এবং ধর্মীয় বিভেদের মাধ্যমে মূল্যবোধ নষ্টের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।