ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বারবার পিআর নিয়ে সংস্কার কমিশনকে আলোচনায় আনার চেষ্টা করা হলেও তারা জনগুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করেছে। ফলে রাজপথে আন্দোলনের উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন।
ঢাকা-৮ আসনের গণসমাবেশে তিনি বলেন, “প্রচলিত নির্বাচন পদ্ধতি দেশে স্বৈরাচারের পথ প্রশস্ত করে। পিআর ছাড়া বিকল্প নেই।” যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, জুলাই সনদ আইনি ভিত্তিতে কার্যকর করা উচিত এবং সেই অনুযায়ী আগামী নির্বাচনে পিআর প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে নগর নেতারা ও স্থানীয় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।