বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, “স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জামায়াত সেই অধিকার আদায়ে লড়ছে।”

শুক্রবার (১০ অক্টোবর) যাত্রাবাড়ীতে নির্বাচনী গণসংযোগের আগে পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যারা এতদিন দেশ পরিচালনা করেছে, তারা জনগণের সেবক নয়—শোষকে পরিণত হয়েছে। উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব করেছে। একদল দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, আরেক দল দেশকে বিদেশি প্রভাবের কাছে নতজানু করেছে।”

কামাল হোসেন আরও বলেন, “জামায়াত বাংলাদেশকে বৈষম্যহীন, কল্যাণভিত্তিক রাষ্ট্রে রূপ দিতে চায়। জনগণও বিশ্বাস করে, কেবল জামায়াতই দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে পারে।”

পরে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে যাত্রাবাড়ী, ধলপুর, বৌবাজার, সুতির খালপাড় ও চৌরাস্তা এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।