বঙ্গবন্ধু সম্পর্কে বা ঐতিহাসিক প্রয়োজন নিয়ে নয় বলি, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, আসন্ন নির্বাচনে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি একটি অবিকল ছায়াশক্তি’র সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে দলকে। রোববার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
টুকু বলেন, এবারের রাজনীতিক প্রতিযোগিতা আগের নির্বাচনী লড়াইয়ের মতো নয় এবার বহুমাত্রিক চ্যালেঞ্জ যেখানে এক ধরনের অদৃশ্য বা ছায়া-প্রভাব দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবলভাবে কাজ করছে। তিনি স্মরণ করিয়ে দেন মুক্তিযুদ্ধের সময়ের ক্ষত আর অনাস্থা শেষ হয়নি; সেই আঘাত ও অসম্মান এখনও সমাজে দীর্ঘশ্বাস ফেলে রাখতে পারে এমন অনুভূতি থেকেই তিনি সতর্কতা জানাচ্ছেন।
বক্তৃতায় তিনি একটি স্থানীয় নারীর দৃষ্টান্তও তুলে ধরেন; ওই মহিলা ধর্মানুষ্ঠান ও ধর্মীয় শিক্ষণের প্রভাবে নির্দিষ্ট দলকে সমর্থন করার কথা জানিয়েছে এটিকে টুকু ‘ধর্মীয় পথে ভোটপ্রভাবকরণ’ হিসেবে ব্যাখ্যা করেন এবং সেটিকে রাজনৈতিক বিভ্রান্তি আনা হিসেবে চিহ্নিত করেন। তাঁর বক্তব্য, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে গ্রামীন নির্দিষ্ট মানুষদের বিভ্রান্ত করা হচ্ছে এমন প্ররোচনাকে প্রতিহত করতে সকলকে সতর্ক থাকতে হবে।
টুকু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা জোরদার প্রস্তুতি নিক যাতে সংগঠন বহিরাগত চাপ ও ধর্মভিত্তিক প্ররোচনার বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তিনি উল্লেখ করেন, জাতীয় সংহতি ও দেশীয় আদর্শ রক্ষা করার জন্য সক্রিয় থাকার আহ্বান অপরিহার্য।