বিমানবন্দরে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ মালিককে সতর্কবার্তা দিয়েছে বিএনপি। বুধবার এক নোটিশে তাকে এ বিষয়ে সতর্ক করা হয়।
সম্প্রতি লন্ডন থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসার সময় বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের সমাগমে ভিড় তৈরি হয়। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি এবং সড়কে যানজট সৃষ্টি হয়।
নোটিশে বলা হয়েছে, মালিকের এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতির পরিপন্থি এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সতর্কবার্তায় আরও বলা হয়, ভবিষ্যতে দেশে আসা-যাওয়ার সময় যদি তিনি পুনরায় বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি করেন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এমএ মালিক সাংবাদিকদের বলেন, তিনি দলের স্বার্থে কাজ করছেন এবং সতর্কবার্তাটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।