কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের আস্তানা থেকে ৫ জনকে মুক্ত করেছে কোস্ট গার্ড।
২২ সেপ্টেম্বর রাতে বাহারছড়ার পাহাড়ি এলাকায় বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ সময় মুক্তিপণের জন্য আটক রাখা ভুক্তভোগীদের তথ্যের ভিত্তিতে পরদিন সকালে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ড জানায়, মানবপাচার ও অপহরণ রোধে এমন অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, আর আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।