দেশের বিভিন্ন নদ-নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুক্রবার (৩ অক্টোবর) এক সতর্কবার্তায় বলা হয়, বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বাড়তে থাকবে। এতে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল ডুবে যেতে পারে।

এ ছাড়া সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি দ্রুত বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নদী-সংলগ্ন এলাকার মানুষ সাময়িক জলাবদ্ধতায় পড়তে পারেন।

অন্যদিকে করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানির স্তরও দ্রুত বাড়তে পারে। এর ফলে ফসলি জমি, বসতবাড়ি ও গ্রামীণ যোগাযোগব্যবস্থায় প্রভাব পড়তে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞরা জানান, গত কয়েকদিন ধরে দেশের উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে পাহাড়ি ঢল নামায় নদীগুলোতে পানির প্রবাহ বেড়েছে। তবে আপাতত ভয়াবহ বন্যার আশঙ্কা নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।