খাগড়াছড়িতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম স্থানীয় যুবকদের উদ্দেশে ঘোষণা দেন— “আমি আমার জীবন দিয়ে হলেও এই মন্দির রক্ষা করব।”
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সহিংসতায় উত্তেজিত কিছু যুবক খাগড়াছড়ি সদরের একটি বৌদ্ধ বিহারের সামনে অবস্থান নেন। তাদের আশ্বস্ত করতে এগিয়ে যান খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম। তিনি দৃঢ় কণ্ঠে বলেন—
“আমার জীবন থাকতে মন্দিরে কেউ হাত দিতে পারবে না। সৈনিকরা সারারাত পাহারা দেবে। কিন্তু তোমাদের এখন ১৪৪ ধারা মেনে সরে যেতে হবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা কর্মকর্তার আশ্বাসের পরপরই উত্তেজিত যুবকরা এলাকা ছেড়ে চলে যান। এরপর আর কোনো হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেনা কর্মকর্তার মানবিক উদ্যোগের প্রশংসা করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই আমাদের গর্ব”, আবার কেউ বলছেন, “জীবন দিয়ে মন্দির রক্ষা করার প্রতিশ্রুতি—এটা শুধু দায়িত্ব নয়, মানবতার বড় উদাহরণ।”
খাগড়াছড়িতে নিয়োজিত সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সম্প্রীতি বজায় রাখতে কাজ করছেন। তবে স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি করার ষড়যন্ত্র চালাচ্ছে। সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।