নির্বাচনকালীন দায়িত্ব পালনে কোনো চাপের কাছে নতি স্বীকার নয়, বরং আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে বলেছেন, ‘নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী অটল থাকুন।’
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, “আমরা আইনের প্রতি যত শ্রদ্ধাশীল হব, ততই জাতি হিসেবে উন্নত হব। ‘রুল অব ল’ চাই, ‘রুল বাই ল’ নয়।” তিনি জানান, যেকোনো নির্বাচনি দায়িত্ব ন্যায়নিষ্ঠা, আইনের সঠিক প্রয়োগ ও নিরপেক্ষ মনোভাব নিয়ে পালন করতে হবে।
সিইসি আরও বলেন, “কোনো প্রকার রাজনৈতিক, প্রশাসনিক বা অন্য কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। কমিশনও কোনো অন্যায় আদেশ দেবে না এবং অন্যায় চাপও নেবে না। প্রচলিত আইনের বাইরে কোনো নির্দেশনা দেওয়া হবে না।”
ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সঙ্গে সঠিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমন্বয়ের দায়িত্ব সঠিকভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।
“যেকোনো সংকট বা পরিস্থিতি শুরুতেই চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে,”—বলেন সিইসি। তিনি ইউএনওদের নির্দেশ দেন, ঘটনার পরে নয়, বরং ঘটনার আগে থেকেই সক্রিয় ভূমিকা রাখতে হবে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই প্রশিক্ষণ ক্যারিয়ারব্যাপী কাজে আসবে। শিখে রাখুন এবং শেয়ার করুন।” প্রশিক্ষণে কোনো গ্যাপ থাকলে অনলাইনে সংযুক্ত হয়ে পূরণ করার ব্যবস্থার কথাও জানান তিনি।
সিইসি জানান, আরপিও (নির্বাচনী বিধিমালা) সংশোধনের পর ম্যানুয়াল আপডেট করা হবে এবং প্রয়োজনীয় সংযোজন যুক্ত করা হবে।