ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত প্রবাসী ভোটাধিকার বিষয়ক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী ভোট নিশ্চিত করার একমাত্র কার্যকর উপায় পোস্টাল ব্যালট।
তিনি উল্লেখ করেন, যেসব প্রবাসীর নাম ইতোমধ্যেই ভোটার তালিকায় আছে বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে, কেবল তারা ভোট দিতে পারবেন। প্রাথমিকভাবে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন তিনটি প্রস্তাব দিয়েছিল পোস্টাল ব্যালট, প্রক্সি ভোটিং এবং অনলাইন ভোটিং। কিন্তু অনলাইন ভোটিং আপাতত সম্ভব নয় এবং রাজনৈতিক দলের আপত্তির কারণে প্রক্সি ভোটিংও বাতিল হয়েছে। তাই বর্তমানে একমাত্র ভরসা পোস্টাল ব্যালট।
নির্বাচন কমিশনার আরও জানান, প্রতিটি ভোটে সরকারের খরচ হবে প্রায় ৭০০ টাকা, কিন্তু প্রবাসী ভোটারদের কোনো অর্থ প্রদান করতে হবে না।
এছাড়া, তিনি স্বীকার করেন, বাংলাদেশে জন্মনিবন্ধনের সংখ্যা জনসংখ্যার তুলনায় অনেক বেশি প্রায় ৩৩ কোটি। একাধিক নিবন্ধন এবং সিস্টেমগত জটিলতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
মতবিনিময় বৈঠকে স্থানীয় কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন:
- ফ্রান্স বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের
- ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মাহবুব হোসাইন
- বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর
- সংগঠনের উপদেষ্টা জালাল আহমদ
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের আঞ্চলিক সংগঠক ইশতিয়াক আকিব
- ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক প্রমুখ