খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে আলোচনার পর পাহাড়ের বর্তমান পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, “বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই।”

তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা উদ্‌যাপন ঠেকানোর জন্যই কিছু মহল সহিংসতা ঘটানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে করতে হয়। কিছু লোক চেয়েছিল যাতে হিন্দু সম্প্রদায় সঠিকভাবে পূজা উদ্‌যাপন করতে না পারে। কিন্তু তারা এতে ব্যর্থ হয়েছে।”

এর আগে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে করণীয় নিয়েও আলোচনা হয়।