রাজধানীর মতিঝিল থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচ থেকে মো. আমজাদ হোসেন বুখারী ও মাহদী হাসানকে হাতেনাতে ধরা হয়। তাদের কাছ থেকে সংগঠনের ২০টি উসকানিমূলক পোস্টার জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।