ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন ১২ জন। এ বছর এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪০ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে।
এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়ালো ১৭৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণদের।
চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। তাদের মধ্যে ৬০ শতাংশই পুরুষ। মৃত্যুর হিসেবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা শহর—এখানেই মারা গেছেন ১০৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।