রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তারা আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে, যা শেষ পর্যন্ত পুলিশ আশ্বাস ও ভোগান্তি বিবেচনায় সড়ক থেকে সরিয়ে দেয়।

এই বিক্ষোভের কারণে ফার্মগেট মোড় সংলগ্ন এলাকায় যান চলাচল অর্ধেক ঘণ্টা বন্ধ থাকে। পরে শিক্ষার্থীরা সরে যাওয়ার পর পৌনে ১টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া জানান, “শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে আধা ঘণ্টার মতো সড়ক অবরোধ করেছিল। এখন সড়ক যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।”

এডিসি আব্দুল্লাহ আল ইমরান ঢাকা পোস্টকে বলেন, “ফার্মগেট মোড়ের ওই এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে তারা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”

শিক্ষার্থীদের দাবি রয়েছে সড়কে স্পিডব্রেকার বসানো, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাকচাপায় নিহত শিক্ষার্থীর হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার করা।

এর আগে গত ২১ অক্টোবর ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের সামনে লরির চাপায় সিফাত নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হন। এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

গত বুধবারও (২২ অক্টোবর) ওই এলাকার সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানান।