মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গুম ও জুলাই‑আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের গ্রেপ্তার ও ট্রাইব্যুনালে হাজির করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ সহযোগিতা করেছে।
(২২ অক্টোবর) বুধবার তিনি জানান, আসামিদের আদালতে হাজির করা এবং বিচারের প্রক্রিয়ায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করেছে।

তিনি আরও বলেন,গত জুলাই‑আগস্টে নিরস্ত্র ছাত্র‑জনতা হত্যাযজ্ঞের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনী। এখন গুমের বিচারেও তারা সহযোগিতা করছে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার করা উচিত নয়।

প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে আসামিদের উপস্থাপনের প্রক্রিয়ায় সেনাবাহিনী “ল’ অফ দ্য ল্যান্ড”‑এর প্রতি শ্রদ্ধাশীল থাকার ঘোষণা দিয়েছে এবং বিচারিক কার্যক্রমে সর্বাত্মক সাপোর্ট দিয়েছে।