টিসিবির পণ্য তালিকায় নতুন সংযোজন হচ্ছে পাঁচটি ভোগ্যপণ্য—চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনসহ ঢাকার পার্শ্ববর্তী জেলার প্রশাসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার টিসিবির কার্যক্রম পরিচালনায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যা বাজারের চাহিদা-সরবরাহের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। নতুন পণ্য যোগ হওয়ায় দরিদ্র মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হবে। দরিদ্র ও অসহায় মানুষ যেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে না থাকে, সেটা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আগামী এক মাসের মধ্যে সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি চেয়েছেন উপদেষ্টা।
সভায় জানানো হয়, বর্তমানে টিসিবির সক্রিয় স্মার্ট ফ্যামিলি কার্ড রয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি, আর সক্রিয়করণের অপেক্ষায় আছে আরও ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি কার্ড।
সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।