রাজধানীতে পৃথক দুটি ঘটনায় এক রাতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা দুটি ঘটেছে পুরান ঢাকার চকবাজার এবং বনানী এলাকায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চকবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে চকবাজারের ইসলামবাগ এলাকা থেকে সোহাগী বেগম (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত সোহাগী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ইসলামবাগ নামাপাড়া ছাতা মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক জানান, খবর পেয়ে ইসলামবাগের ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়না তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
বনানীতে পারিবারিক কলহে আত্মহত্যা: অন্যদিকে, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানীতে একটি টিনশেডের বাসায় পারিবারিক কলহের জেরে মোনালিসা মুন্নি (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরকাসিয়া গ্রামে।
মৃত মোনালিসার স্বামী রানা, যিনি একটি প্রিন্টিং প্রেসে কাজ করেন, জানান, গতকাল তার স্ত্রীর সঙ্গে সামান্য ঝগড়া হয়েছিল। শুক্রবার সকালে নামাজ থেকে ফিরে স্ত্রীর সাথে দুষ্টুমি করতে করতে আবারও ঝগড়া হয়। এরপর সে অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইএফ/