মাগুরা শহরের জামরুলতলা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। পণ্যগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে ভাই ভাই স্টোর ও মামুন স্টোর থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ও নিম্নমানের শিশুখাদ্য উদ্ধার করা হয়। ভাই ভাই স্টোরের মালিককে ৩০ হাজার এবং মামুন স্টোরের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মামুন স্টোরকে দশ দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “ভেজাল শিশুখাদ্য শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই মালিকদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।” এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়।
ইএফ/