ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ ঠিক রাখার জন্য আগারগাঁও-কল্যাণপুরের ‘চ’ খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে খাল থেকে প্রায় ১,২৩,৫৬৪ ঘন মিটার স্লাজ অপসারণ করা হচ্ছে।
ডিএনসিসি জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ২৯টি খালের মোট ২৪ কিমি খনন করা হয়েছে। খালের পরিচ্ছন্নতা কার্যক্রমে ৩৬০ জন কর্মী নিয়োজিত, ২০টি কুইক রেসপন্স টিম নিয়মিত ড্রেনেজ লাইন ও পিট পরিষ্কার করছে।
কল্যাণপুর ও রামপুরা পাম্প স্টেশনে যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে পানি সরবরাহ ও প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া নতুন ৫ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপন ও ভবিষ্যতের জন্য ১৬ কিউমেক ক্ষমতা সম্পন্ন পাম্প হাউজ নির্মাণের কাজ চলছে।
ডিএনসিসি দাবি করছে, এই কার্যক্রমের ফলে জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং নতুন অন্তর্ভুক্ত এলাকায় ড্রেনেজ উন্নয়নের মাধ্যমে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।