বিচার বিভাগীয় সংস্কারের অংশ হিসেবে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এই সচিবালয় গঠন প্রধান বিচারপতির সংস্কার ভাবনার অংশ। আমরা এ নিয়ে অনেক দূর এগিয়েছি, কিছু মতভেদ আছে সেগুলো সমাধান করে উপদেষ্টা পরিষদে পাঠাব।”

তিনি আরও বলেন, “উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলছে, সমালোচনা করছে—এটিই গণতান্ত্রিক উত্তরণের প্রমাণ।” তার মতে, বর্তমান সরকারের মেয়াদেই সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন সম্ভব হবে।