ঢাকার মেরুল, মধ্য, দক্ষিণ ও উত্তর বাড্ডা এলাকায় অবৈধ ব্যানার ও ফেস্টুন সরানোর বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শনিবার (২৫ অক্টোবর) এই কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন ডিএনসিসির কর্মীরা জানান, নিয়মিতভাবে শহরের বিভিন্ন রাস্তায় এবং গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপিত অনুমোদনবিহীন পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এইবারের অভিযানও তারই অংশ। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সব অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরাচ্ছি। এর মাধ্যমে রাস্তায় বিন্যস্ততার পাশাপাশি শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে চাই, বললেন অভিযানে অংশ নেওয়া একজন কর্মকর্তা।

ডিএনসিসি আগেই একটি গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেয়াল লিখন ও অনুমোদনবিহীন পোস্টার লাগানো শহরের সৌন্দর্য নষ্ট করে এবং এটি আইনবিরুদ্ধ। “দেওয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ধারা ৩ ও ৪ অনুযায়ী অনুমোদন ছাড়া দেয়াল লিখন বা পোস্টার লাগানো নিষিদ্ধ। ধারা ৬ মোতাবেক এ ধরনের অপরাধে অর্থদণ্ড বা কারাদণ্ডের বিধান রয়েছে,” বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডিএনসিসি সূত্রে জানা যায়, শহরের যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি নিজেদের দেয়ালে অনুমোদনবিহীন পোস্টার বা লিখন রাখে, তাদেরকে নিজ উদ্যোগে তা অপসারণ এবং দেয়াল রঙ করার জন্য বলা হয়েছে। এছাড়া রাস্তায় ময়লা ফেলা বন্ধ রাখতে সকলকে সতর্ক করা হয়েছে। অনধিকারপ্রবেশ ও অপরিকল্পিত ময়লা ফেলার ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি এই পদক্ষেপকে শহরের পরিচ্ছন্নতা ও নাগরিক জীবনের মান উন্নয়নের একটি অংশ হিসেবে দেখছে। কর্মীরা জানিয়েছেন, ভবিষ্যতে নিয়মিত অভিযান চালিয়ে শহরের সৌন্দর্য ও পরিবেশ বজায় রাখা হবে।