অপ্রীতিকর ঘটনা ঘটানো আওয়ামী লীগের কালচার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে আমেরিকা থেকে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন।
‘জাতিসঙ্ঘ সফরে আপনার উপস্থিতিতে সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে’ এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা কোনো ব্যাপার না, আমরা এগুলো বড় মনে করি না। এটা অতীতে বাংলাদেশেও ঘটেছে। আওয়ামী লীগের এটা একটা কালচার।’
তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে সফরসঙ্গী হয়েছিলাম, সেখানে আমাদের যে দায়িত্ব, সেটি পালন করেছি এবং আমি মনে করি, বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছেছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য প্রধান কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। এই সফর অবশ্যই সফল হয়েছে, ওখানে জাতিসঙ্ঘের প্রধান অধিবেশন ছাড়াও পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, সামগ্রিকভাবে গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।’
উল্লেখ্য, জাতিসঙ্ঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে তিন রাজনৈতিক দলের ছয় নেতা— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, দলটির সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান ওরফে মোমেন (যদিও তিনি সফরের আগে থেকেই যুক্তরাষ্ট্রে ছিলেন) এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা সঙ্গী হন।