রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পোষ্য কোটা’ বাতিল এবং উপ-উপাচার্য লাঞ্ছনার ঘটনায় উত্তেজনা থামছেই না। সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শিক্ষক-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন। এতে প্রশাসনিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। তবে পানি, বিদ্যুৎ, পরিবহন এবং রাকসু নির্বাচন এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ জানিয়েছেন, উপ-উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়ে সিন্ডিকেট পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে বিচার বিভাগীয় কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে অফিসার্স সমিতি বলছে, পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। সভাপতি মোক্তার হোসেন বলেন, “দেশের অন্য সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা আছে। আমাদের ক্ষেত্রে বাতিল হওয়ায় আমরা বাধ্য হয়ে শাটডাউনে গেছি।”