চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মীরসরাইয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার কাছে র্যাব একটি চেকপোস্ট বসিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী ‘দুলালি স্পেশাল’ পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালায়। ওই সময় পালানোর চেষ্টা করলেও দুই নারীকে আটক করা হয়।
গ্রেপ্তার দুই নারীর নাম রশিদা (৩৮), কক্সবাজারের সদর এলাকার নজু মিয়ার মেয়ে এবং রোকেয়া বেগম (৩৬), চট্টগ্রামের পাহাড়তলী থানার সালেহ আহমেদের মেয়ে।
র্যাব জানায়, রশিদার ব্যাগ থেকে ১০ কেজি এবং রোকেয়ার দুটি ব্যাগ থেকে ৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক কারবারি হিসেবে চিহ্নিত হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই নারীকে মাদকসহ মীরসরাই থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।