ভাদ্র পেরিয়ে আশ্বিন গেলেও আবহাওয়া এখনো অস্বস্তিকর গরম ও বৃষ্টির মধ্যে। কোথাও মেঘলা আকাশ, কোথাও বজ্রবৃষ্টি কিন্তু শীতের কোনো আভাস নেই।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী দুই সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মৌসুমি বায়ু দুর্বল হয়ে ধীরে ধীরে বিদায় নেবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম বলেন, “এখনও শীতের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় না নেওয়া পর্যন্ত ভ্যাপসা গরম থাকবে। নভেম্বরের প্রথম সপ্তাহের পর তাপমাত্রা কমতে পারে।”

তিনি আরও জানান, বর্তমানে যে কুয়াশা দেখা দিচ্ছে, তা শীতের নয়; বরং বায়ুর আর্দ্রতার কারণে হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর এলনিনো প্রভাবে মৌসুমি বায়ু দীর্ঘস্থায়ী হয়েছে, ফলে শীত নামতে বিলম্ব হচ্ছে। সাধারণত অক্টোবরের শুরুতেই উত্তরাঞ্চল থেকে মৌসুমি বায়ু বিদায় নেয়, কিন্তু এবার তা এখনও সক্রিয়। ফলে বৃষ্টি ও গরম আরও অন্তত দুই সপ্তাহ থাকবে।