ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়-এর বিরুদ্ধে দায়ের করা মামলায় নতুন করে ২৯৫(ক) ধারা যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, শ্রীশান্ত রায়কে আদালতে হাজির করে তার বিরুদ্ধে ধর্মীয় ঘৃণামূলক ও অশ্লীল পোস্টের অভিযোগ উপস্থাপন করা হয়। আসামিপক্ষ জামিন চাইলেও আদালত তা নামঞ্জুর করেন।
চকবাজার থানায় দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রীশান্ত ‘রেডিট’ প্ল্যাটফর্মে ‘উইকলি সার্ভিস ৯২৩’ নামে ছদ্ম আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম, মুসলিম নারী ও ধর্মীয় প্রতীক নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। দীর্ঘ পর্যবেক্ষণের পর পুলিশ ওই আইডির পেছনে থাকা আসল ব্যক্তিকে শনাক্ত করে।
মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আফগান হোসেন অভিযোগ করেন, আসামির এসব মন্তব্য বুয়েট শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।
ইএফ/